মহালয়ার ভোরে দর্শনার্থীদের মধ্যে মর্টন ফুডস্ লিমিটেডের জল ও বিস্কুট বিতরণ
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : রবিবার মহালয়ার পূন্যলগ্নে শিলচর শহরে প্রভাতে ঘুরতে থাকা প্রায় দশ শতাধিক দর্শনার্থীদের মধ্যে মর্টন ফুডস্ লিমিটেডের কর্মীরা চা ও মিশ্র ফলের জ্যাম এবং বিস্কুট সহ জল বিতরণ করেন। এই বিতরনী কার্যসূচিতে উপস্থিত থাকা কোম্পানির পদাধিকারী সুদীপ দাস বলেন, আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের বাঙালির আত্মা ও সংস্কৃতির প্রাণ। মহালয়া মানেই দেবীর আবাহন, মহাশক্তির আরাধনা, আর মহিষাসুরমর্দিনীর বাণী উচ্চারণের মধ্য দিয়ে নতুন সূর্যের প্রতিশ্রুতি।
মহালয়া আমাদের মনে করায় যে, অশুভ শক্তির পরাজয় অনিবার্য এবং শুভ শক্তির বিজয় অবধারিত।এই বছর শাস্ত্র অনুযায়ী মহাশক্তি গজে আগমন করছেন। শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক এবং মর্টন ফুডস্ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্যরা।