গ্রামে ভয়াবহ ভূমিধস, ছয় শতাধিক লোক মাটিচাপায়

২৬ মে : বড় ধরনের ভূমিধসে প্রায় ৬৭০ লোকের মাটিচাপা পড়েছেন পাপুয়া নিউ গিনিতে। এমন আশঙ্কা করেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। পাপুয়া নিউ গিনির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরহান আক্তোপ্রাক বলেছেন, শুক্রবারে ঘটা দেশটির বিচ্ছিন্ন এনগা প্রদেশের এই ভূমিধসের প্রভাব প্রাথমিকভাবে ধারণা করার চেয়েও অনেক বেশি। -বিবিসি

তিনি বলেন, এখন আনুমানিক ১৫০টির বেশি ঘর মাটিচাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের উত্তরে এঙ্গার উচ্চভূমিতে অবস্থিত। আক্তোপ্রাক আরও বলেন, উদ্ধারকারীরা ঝুঁকির আছে। কারণ, ভূমি এখনও পিছলে যাচ্ছে। জলপ্রবাহ চলছে এবং সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য এটি একটি বিশাল ঝুঁকি তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, ভূমিধসের কবলে পড়া এলাকায় প্রায় চার হাজার মানুষ বসবাস করছেন। তবে কেয়ার অস্ট্রেলিয়া, মানবিক সংস্থা ত্রাণ সহায়তা করছে। তারা সতর্ক করেছে যে, প্রতিবেশী অঞ্চলে উপজাতীয় দ্বন্দ্ব থেকে পালিয়ে আসা লোকজনের আগমনের কারণে আক্রান্তের সংখ্যা ‘বেশি হতে পারে’। খবর : দৈনিক ইনকিলাব। ছবি আল-জাজিরার ভিডিও থেকে নেওয়া।

Author

Spread the News