একাই চার শতাধিক সদস্য অন্তর্ভূক্তি, করিমের প্রশংসা মন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : কাছাড় জেলায় ব্যক্তিগত ভাবে সর্বাধিক সদস্যভূক্তি করেছেন সোনাইয়ের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি করিম উদ্দিন মজুমদার। রবিবার জেলা বিজেপি কার্যালায়ে অভিভাবকমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতিতে দলের সবক’টির মোর্চার পদাধিকারি ও অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য অন্তর্ভূক্তির কথা উঠে আসে। তখন পাঁচশো সদস্য অন্তর্ভূক্তি কে করেছেন জিজ্ঞাসা করলে কোনও উত্তর আসেনি। এরপর তিনশোর সদস্যের কথা জানতে চাইলে করিম উদ্দিন হাত তুলেন। তিনি এ পর্যন্ত চার শতাধিক লোককে দলের সদস্য করেছেন। তাঁর এ কাজে সন্তুষ্ট হন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। করিম উদ্দিনকে আগামীতে সোনাইয়ের জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী করার কথা শুনিয়ে দেন মন্ত্রী। যদিও করিম উদ্দিনের এমন দাবি ছিল না। এ কথা জানালেন করিম উদ্দিন মজুমদার।
উল্লেখ্য, সোনাইয়ে পর পর দু’বার সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্ব পালন করেন মজুমদার। তিনি গত লোকসভা নির্বাচনে প্রার্থীর হয়ে দিনরাত কাজ করেছেন। তাঁর এ কাজে অনেকেই প্রশংসা করেন।