আদি শিববাড়ি লেনের বাসিন্দা বিশিষ্ট নাগরিক মধুসূদন অধিকারী প্রয়াত
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি লেনের বাসিন্দা বিশিষ্ট নাগরিক মধুসূদন অধিকারী ওরফে বাবুল অধিকারী প্রয়াত হলেন। শনিবার ভোরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। গত ৮ মার্চ হৃদরোগের সমস্যা নিয়ে মেডিক্যালে ভর্তি হয়েছিলেন তিনি। রেখে গেছেন স্ত্রী গীতা অধিকারী, পুত্র রাজদীপ অধিকারী, কন্যা মৌসুমী অধিকারী, পুত্রবধূ বৈশাখী অধিকারী সহ আত্মীয়-স্বজন এবং গুণমুগ্ধদের।
সেচ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী মধুসূদন অধিকারীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিন দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় শিলচর শ্মশানে। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন সহ পরিচিত মহলের অনেকেই। প্রসঙ্গত ছেলে বিশিষ্ট ফিজিকাল ইন্সট্রাকটর রাজদীপ অধিকারী ও কন্যা মৌসুমী জয় রাধে সেবা সমিতির সম্পাদকের দায়িত্বে রয়েছেন, শহরের অনেক এনজিও সদস্যরাও এদিন প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।
