সোমবার পাথারকান্দিতে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর, জোরদার প্রস্তুতি 

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আগামী ১ সেপ্টেম্বর, সোমবার শ্রীভূমি জেলায় পাথারকান্দিতে একদিনের সফরে আসছেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই পাথারকান্দি বিধানসভা কেন্দ্র সহ গোটা জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ, শাসক দলের নেতা কর্মী দলীয় সমর্তক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর আগমনের জন্য।

প্রাপ্ত সূচি অনুযায়ী জানা গেছে, সোমবার সকাল ১০টায় মুখ্যমন্ত্রী প্রথমে পাথারকান্দিস্থ আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখানে জেলা প্রশাসন, পাথারকান্দি বিধায়াক তথা মন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

অবতরণের পর সকাল ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত মুখ্যমন্ত্রী অংশ নেবেন পাথারকান্দি মণ্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে।
এরপর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন পাথারকান্দির মুণ্ডুমালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযান অনুষ্ঠানে। এতে জেলার ১৫ হাজার নারী উপস্থিত থাকবেন এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে নানা প্রকল্প ও সহায়তার কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টা ১০ মিনিটে মুখ্যমন্ত্রী মুণ্ডুমালা থেকে প্রস্থান করে হেলিকপ্টারযোগে শিলচর বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। মুখ্যমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পাথারকান্দি মুণ্ডুমালা মাঠ সহ মণ্ডল বিজেপির কার্যালয় এখন সাজসজ্জার পরিবেশ তৈরি হয়েছে।

Spread the News
error: Content is protected !!