মহিবুল হোসেন মজুমদার প্রয়াত

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা  তথা ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন কর্মী মহিবুল হোসেন মজুমদার (লাল) প্রয়াত হলেন। বৃহস্পতিবার  সকাল ৫-৩০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি মস্তিষ্ক রক্তক্ষরণে আক্রান্ত হলে কয়েক বছর ধরে পক্ষাঘাত অবস্থায় শয্যাশায়ী ছিলেন। সদা হাস্যময় ছিলেন। অমায়িক ব্যবহারে মানুষের মন জয় করেছিলেন। রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে। মজুমদারের জানাজার নামাজ সোনাবাড়িঘাট নতুন ঈদগা ময়দানে  বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!