অম্বিকাপুর জিপিতে সভাপতি মোহনলাল

বরাক তরঙ্গ, ১ জুলাই : মঙ্গলবার শিলচর উন্নয়ন খণ্ড কার্যালয়ে তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ও শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এরমধ্যে প্রথম জিপি হচ্ছে অম্বিকাপুর জিপি এবং মোট ৭ জন সদস্যের সমর্থনে জিপি সভাপতি মনোনীত হন মোহনলাল গোয়ালা।

পরে নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মোহনলাল গোয়ালা জানান, এই জিপিতে নানান সমস্যা রয়েছে। তবে তার কার্যকালে তিনি এই সমস্ত সমস্যা দুর করে বিজেপি সরকারের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি চেষ্টা করবেন তার কাজে সন্তুষ্ট হয়ে এই জিপির প্রতিজন ভোটার যাতে শুধুমাত্র বিজেপিতেই মতদান করেন।

Spread the News
error: Content is protected !!