কাল নাগাটিলা থেকে ধনেহরি পর্যন্ত জুলুসে মোহাম্মদির মিছিল
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : প্রস্তুতি চূড়ান্ত, কাল অর্থাৎ শুক্রবার সকালে সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও বের হবে জুলুসে মোহাম্মদির মিছিল। প্রতি বছরের মতো এ বছরও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি কমিটির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ভাবে বের হবে খুশির মিছিল। ওইদিন সকাল ৬ টায় শহরতলী নাগাটিলা রহমানিয়া মসজিদ সংলগ্ন থেকে মিছিলের শুভারম্ভ হবে।
মিছিলটি সোনাবাড়িঘাট হয়ে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে গিয়ে সমাপ্তি হবে। জুম্মার নামাজের আগে সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজকরা তৎপর রয়েছেন। মাইক ব্যবহার না করে মিছিলে অংশ নিতে ধর্মপ্রাণ লোকদের কাছে আহবান জানিয়েছেন কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির কর্মকর্তারা।