ডিএসপি পদে মহম্মদ সিরাজ
১১ অক্টোবর : শুক্রবার টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ তেলেঙ্গানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদে দায়িত্ব নিয়েছেন। এরপরই তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে এই পদ দেওয়া হয়েছে।