আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জয়জয়কার মোদির

২৪ সেপ্টেম্বর : ‘দেশের জন্য প্রাণ দিতে পারিনি কিন্তু দেশের জন্য বাঁচব।’ আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে গিয়ে আবেগঘন বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জয়জয়কার নরেন্দ্র মোদির। রবিবার লং আইল্যান্ডে ‘মোদি অ্যান্ড আস’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, ‘দেশের জন্য প্রাণ দিতে পারিনি কিন্তু দেশের জন্য বাঁচব।’

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জয়জয়কার মোদির

প্রবাসী ভারতীয়দেরই আসল ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। দেশ থেকে এত দূরে থেকেও তাঁরা যেভাবে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখেছেন তা প্রশংসনীয় বলে মোদি উল্লেখ করেছেন। অনুষ্ঠানে কিছুটা আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে স্বাধীনতার পর জন্মেছে। তাই দেশের জন্য প্রাণ দিতে পারিনি। কিন্তু দেশের জন্য বেঁচে থাকতে চাই।’ মোদি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রতি তাঁর দায়িত্ব আরও তিনগুণ বেড়ে গিয়েছে।

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জয়জয়কার মোদির

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত কিছু বললে এখন সারা বিশ্ব সে কথা শোনে।’ আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি যখন বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়, সকলে সে কথার গুরুত্ব বুঝেছিল। বিশ্বের কোনও প্রান্তে যখনই কোনও সঙ্কট দেখা দেয় প্রথম সাড়া দেয় ভারত। বিশ্বের উপর চাপ বৃদ্ধি করা ভারতের উদ্দেশ্য নয়। আধিপত্য বিস্তার করতে চায় না ভারত। চায় বিশ্বের উন্নতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।’

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জয়জয়কার মোদির

প্রবাসীদের অনুষ্ঠানে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আগামী দিনে ভারতে অলিম্পিক্স আয়োজন করা হবে। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। তিনি বলেন, ‘এখন ভারতের ৫জি বাজার আমেরিকার চেয়েও বড় এবং বিস্তৃত হয়ে গিয়েছে। এখন ভারতে তৈরি ৬জি পরিষেবার জন্য কাজ চলছে।’ আগামী দিনে ভারত নিজস্ব চিপ তৈরি করতে চলেছে। ভারতে এখন প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে। আমরা এখন আর সুযোগের জন্য অপেক্ষা করি না। আমরাই সুযোগ তৈরি করি। গত ১০ বছরে প্রতিটি ক্ষেত্রে ভারত নতুন নতুন সুযোগ তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।’

Author

Spread the News