মোদির সাফল্যের মুকুটে নয়া পালক, গড়লেন বড় রেকর্ড
২৫ জুলাই : একটানা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি। টপকে গেলেন ইন্দিরা গান্ধীর নজির। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৭ দিন দায়িত্ব পালন করেছিলেন ইন্দিরা। ৪০৭৮ দিন দায়িত্ব পালন করে সেই রেকর্ড ভাঙলেন মোদি। তালিকায় তাঁর আগে এখনও একমাত্র জ্বলজ্বল করছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নাম।
যদিও দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত নরেন্দ্র মোদি তৃতীয় স্থানে। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।
প্রধানমন্ত্রী পদে প্রথবার ২০২৫ সালের ২৫ জুলাই শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই থেকে টানা ৪০৭৮ দিন দেশের ক্ষমতার কুর্সিতে অধিষ্ঠিত তিনি। একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর সঙ্গেই মোদিই বলেন সবচেয়ে দীর্ঘতম অ-কংগ্রেস প্রধানমন্ত্রী এবং একটি অ-হিন্দিভাষী রাজ্য থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রাজনীতিবিদ।
নরেন্দ্র মোদিই প্রথম এবং একমাত্র অ-কংগ্রেসি নেতা যিনি দু’টি পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রীর কুর্সিতে পূর্ণ করেছেন এবং দু’বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। যার ফলে তিনিই একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি লোকসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এছাড়াও, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম বর্তমান প্রধানমন্ত্রী যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছেন।
প্রয়াত জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন।
খবর : আজকাল ডট ইন।
