বাংলাদেশের ঘটনায়, মোদির শোক ও সাহায্যের আশ্বাস

২২ জুলাই : বাংলাদেশের বুকে ভয়াবহ বায়ুসেনার বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর উঠে আসছে। ক্রমাগত বাড়ছে মৃত্যু মিছিল। আহতের সংখ্যা দেড়শ ছাপিয়ে ১৭১ এ ঠেকেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ-৭ বিজিআই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই বিমান আছড়ে পড়ে স্থানীয় মাইলস্টোন স্কুলে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভারতের প্রধানমন্ত্রীর তরফে বাংলাদেশে বায়ুসেনার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদির বার্তা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরা হয়। পোস্টে লেখা রয়েছে,’ ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী।’ এরই সঙ্গে মোদি লেখেন,’শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এরইসঙ্গে গুরুত্বপূর্ণভাবে নরেন্দ্র মোদি বলেন,’ শোকের মুহর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’ এই আশ্বাস বার্তা দিল্লির তরফে গিয়েছে বাংলাদেশের জন্য।

Spread the News
error: Content is protected !!