আগামীকাল মহাকুম্ভে অমৃতস্নান করবেন মোদি
৪ ফেব্রুয়ারি : আগামীকাল, বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন। সেদিনই মহাকুম্ভ দর্শনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃতস্নানও করবেন নমো।
এক আইপিএস কর্তা জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় প্রয়াগরাজে পৌঁছবেন পিএম। ডিপিএস হেলিপ্যাডে নামবে তাঁর কপ্টার। সেখান থেকে নিশাদ্রজ ক্রুজে ভিআইপি জেটিতে যাবেন মোদি। তবে পুণ্যস্নান ছাড়া প্রধানমন্ত্রী আর কোনও অনুষ্ঠানে যোগ দেবেন না বলে খবর।