সংবিধান ও গণতান্ত্রে আস্থা রাখায় দেশবাসীকে ‘মন কি বাত’ এ ধন্যবাদ মোদির

৩০ জুন : তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’। রবিবার অনুষ্ঠিত হয়েছে ১১১তম পর্ব। এদিনের পর্বের শুরুতেই এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অটুট আস্থা প্রকাশের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন আর কোনও দেশে হয়নি। ৬৫ কোটি মানুষ এবারে ভোট দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালেও দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি, গত দু’বারের চেয়েও এবারে আমরা তিনগুণ বেশি কাজ করব।’ পাশাপাশি অনুষ্ঠানে নিজের মাকে স্মরণ করেছেন তিনি। মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমিও মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। মাতৃভূমির যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো যত্ন নেবেন।’

Author

Spread the News