মোদিকে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত নেতার স্বীকৃতি
২৬ জুলাই : আন্তর্জাতিক পর্যায়ে আবারও সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত নেতার স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন গবেষণা সংস্থা Morning Consult প্রকাশিত Global Leader Approval Tracker-এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার দাঁড়িয়েছে ৭৫ শতাংশে।
বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত রাষ্ট্রনায়কদের মধ্যে এই মুহূর্তে মোদিই সবচেয়ে বেশি মানুষের আস্থা ও সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থা।
সমীক্ষার রিপোর্ট বলছে, মোদির ঠিক পরেই রয়েছেন দক্ষিণ কোরিয়ার লি জে-মিয়ং, যাঁর জনপ্রিয়তার হার ৫৯ শতাংশ। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ের মিলে (৫৭ শতাংশ), চতুর্থ স্থানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (৫৬ শতাংশ)। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ (৫৪ শতাংশ), তার পরেই সুইজারল্যান্ডের কারিন কেলার-সুটার (৫৩ শতাংশ)। সপ্তম স্থানে মেক্সিকোর নতুন রাষ্ট্রপতি ক্লাউদিয়া শাইনবাউম, যাঁর জনপ্রিয়তার হার ৪৮ শতাংশ।
প্রসঙ্গত, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার ফের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রয়েছেন, তাঁর জনপ্রিয়তা মাত্র ৪৪ শতাংশ বলে জানিয়েছে ওই সমীক্ষা। এই রিপোর্ট ফের একবার প্রমাণ করল যে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদি একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য নেতা হিসেবে স্বীকৃত। তাঁর নেতৃত্বে ভারতের উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কের দিকটি বেশ স্পষ্টভাবে নজর কেড়েছে বিশ্ববাসীর। এই সমীক্ষাটি বিশ্বের ২০টি গণতান্ত্রিক দেশের হাজার হাজার নাগরিকের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে বলে জানিয়েছে Morning Consult।