আর্জেন্টিনা সফরের শেষ দিনে গর্বের সঙ্গে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন মোদির

৬ জুলাই : পঞ্চদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগোর পর আর্জেন্টিনায় গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই শনিবার আর্জেন্টিনা সফরের শেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন তিনি।

বিগত ৫৭ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনায় গিয়েছেন। সে দেশের প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, খনিজ, ওষুধ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাঁদের। এরপরই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান মোদি।

সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে বাংলায় তিনি লেখেন, ‘বুয়েনস আয়ার্সে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম। গুরুদেব ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন এবং তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি। শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক।’

উল্লেখ্য, ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালে আর্জেন্টিনায় গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পেরুর লিমার উদ্দেশে যাওয়ার সময় মাঝপথেই অসুস্থ হয়ে পড়ায় বুয়েনস আয়ার্সে থামতে বাধ্য হন তিনি। সেখানেই তাঁর সঙ্গে আর্জেন্টিনার তরুণ কবি ভিক্টোরিয়া ওকাম্পোর আলাপ হয়। নিজের দেশের বাড়িতে দীর্ঘ ৫৮ দিন রবীন্দ্রনাথকে আগলে রেখে সুস্থ করে তুলেছিলেন তিনি। সেখানে থাকাকালীনই কবি লিখেছিলেন প্রেম ও বেদনায় ভরপুর প্রায় ৩০টি কবিতা, যা পরে প্রকাশিত হয় পুরবী কাব্যগ্রন্থে।

এদিকে, ইতিমধ্যেই আর্জেন্টিনা সফর শেষ করে রবিবার ভোরে পঞ্চদেশীয় সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলে পৌঁছে গিয়েছেন মোদি। সেখানে আগামী ৬-৭ জুলাই ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর তিনি ব্রাসিলিয়ায় রাষ্ট্রীয় সফরে যাবেন। সেখান থেকে এই পঞ্চদেশীয় সফরের শেষে নামিবিয়াতে যাবেন মোদি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Author

Spread the News