৩২ লাখ মুসলিম দরিদ্র ব্যক্তির কাছে “সওগাত-এ-মোদি” কিট পৌঁছবে
১৭ মার্চ : রমজান মাস এবং আসন্ন ঈদ, গুড ফ্রাইডে, ইস্টার, নওরোজ ও ভারতীয় সংবৎ নববর্ষ উপলক্ষে বিজেপি “সওগাত-এ-মোদি” প্রচারাভিযান শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি দরিদ্র মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেবে
সেইসঙ্গে, বিজেপি দেশজুড়ে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনাও গ্রহণ করেছে।
বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী জানিয়েছেন, বিজেপি ৩২ লাখ দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি দেশব্যাপী জেলা স্তরে ঈদ মিলন অনুষ্ঠান আয়োজন করবে। এই বিষয়ে নিউজ ২৪-এর সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী বলেন, মোর্চার ৩২ হাজার পদাধিকারী ৩২ হাজার মসজিদের সঙ্গে যোগাযোগ করে ৩২ লাখ দরিদ্র ব্যক্তির কাছে “সওগাত-এ-মোদি” কিট পৌঁছে দেবেন। এই কিটের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “রমজান মাসে মিসকিন, দুর্বল প্রতিবেশী ও গরীব আত্মীয়দের উদারভাবে সাহায্য করা উচিত। তাই বিজেপি এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছে।”
মসজিদ কমিটির সহযোগিতায় বিজেপির সহায়তা প্রদান
জামাল সিদ্দিকী বলেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার ৩২ হাজার পদাধিকারী এই কাজে নিযুক্ত থাকবেন। প্রত্যেক নেতা একটি মসজিদ কমিটির সহযোগিতায় ১০০ জন দরিদ্র ব্যক্তিকে চিহ্নিত করবেন এবং তাদের কাছে “সওগাত-এ-মোদি” কিট উপহার হিসেবে পৌঁছে দেবেন। এই কিটের মধ্যে তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী থাকবে।
তিনি আরও জানান, বিজেপি গুড ফ্রাইডে, ইস্টার, নওরোজ এবং ভারতীয় নববর্ষের মতো উৎসবেও অংশগ্রহণ করে দরিদ্রদের মধ্যে “সওগাত-এ-মোদি” কিট বিতরণ করবে। বিজেপির মতে, এর মাধ্যমে গঙ্গা-যমুনী সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হবে।
