যোগের মাধ্যমে ভারতীয় পরম্পরাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন মোদি : দীপায়ান

বরাক তরঙ্গ, ২১ জুন : যোগ-এর মধ্য দিয়ে দেশের পরম্পরাকে আন্তর্জাতিক মঞ্চে  তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের দিনে ভারতীয় এই প্রাচীন প্রক্রিয়ার সুফল পাচ্ছেন গোটা বিশ্বের মানুষ। শুক্রবার  তারাপুর গার্লস হাইস্কুলের একটি দশম যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে এসে এমন কথাই শোনালেন শিলচরের বিধায়ক দীপায়ান চক্রবর্তী। শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থানের উদ্যোগে ও তারাপুর মদনমোহন ট্রাস্ট সহ শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য পেশ করছিলেন বিধায়ক। বলেন, শুধু নিজে যোগাভ্যাস করলে হবে না, পরিবারের বাকিদেরও অনুশীলনের উৎসাহ জোগাতে হবে। সর্বাঙ্গীন বিকাশের প্রশ্নে যোগাভ্যাসকে রোজকার সঙ্গী করতে হবে। অন্যথায় সেটা শুধু এই ২১ জুনের অনুষ্ঠান পর্যন্তই আটকে থাকবে। এ দিন, বিধায়ক যোগ দিবসের প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন। যোগ শিক্ষার প্রসার-প্রসারে নিরাময়ের অনবদ্য প্রয়াসকে সাধুবাদ দেন দীপায়ান চক্রবর্তী।

নিরাময়ের উদযাপনে হাত বাড়াল এনসিসি-মদনমোহন ট্রাস্ট-শিক্ষা বিভাগ, জিসি কলেজ সহ চার প্রতিষ্ঠানে ব্যাপক সাড়া

প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মন্ত্র পাঠ করেন দেবাঞ্জনা  কংশবনিক ও শ্রেয়া দত্ত। স্বাগত ভাষণ দেন  মদনমোহন ট্রাস্টের সভাপতি ও নিরাময়ের উপদেষ্টা শিবব্রত দত্ত। তাঁর বক্তব্য,    শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাভ্যাসের  বিকল্প নেই। দিনে কমেও ৩০ মিনিট সময় বের করে সবারই  যোগ অনুশীলন দরকার। শিক্ষা বিভাগের তরফে এসএসএ-কাছাড়ের ডিপিও ড.বিদ্যুৎ দেব চৌধুরী যোগ প্র্যাকটিস  পড়ুয়াদের জীবনকে কীভাবে উজ্জ্বল করে তুলতে পারে, তা যুক্তি দিয়ে তুলে ধরেন। আরেক ডিপিও পাপড়ি ভট্টাচার্যর কথায়, মেয়েরা সমাজের ভিত। ফলে, তাঁদের সব দিক দিয়ে শক্ত-পোক্ত হতে হবে। এই ক্ষেত্রে নিয়মিত যোগাভ্যাসের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এ বছরের যোগ দিবসের থিম, তার উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিব্য গীতানন্দ। যোগ সম্পর্কে তাঁর উপলব্ধির কথা তুলে ধরেন  স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা চক্রবর্তী। নিরাময় চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি শোভন ব্যানার্জি, নিরাময় যোগ শিক্ষা সংস্থানের মহিলা সেলের সভানেত্রী কল্যাণী চৌধুরী, ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, ড. তুহিন দেশমুখ্য, পুনম বিশ্বাস সহ তারাপুর গার্লস হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, সিনিয়র সাংবাদিক রাহুল  দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগের মাধ্যমে ভারতীয় পরম্পরাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন মোদি : দীপায়ান

দ্বিতীয় পর্বে  ছিল কর্মশালা ও কমন যোগ প্রটোকল। পরিচালনায় ছিলেন নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য। সহযোগিতা করেন রাতুল চক্রবর্তী, তানিয়া শ্যাম ও আকাশ সাহা।প্রায় দুশ’ ছাত্রী এক সঙ্গে যোগাভ্যাস করে। এই ভাগে বিশেষ নজর কাড়ে নিরাময় এর দিব্যাঙ্গ ছাত্র  চিরন্তন দাস। সে দু চোখে দেখতে পায় না। তবে, পরম্পরাগত যোগ অনুশীলন করছে। শুরু থেকে শেষ কর্মশালায় ছিল চিরন্তন। আনন্দময় পরিবেশে আসন, প্রাণায়াম ও ধ্যান অভ্যাস করতে দেখা যায় ছাত্রী সহ উপস্থিত প্রত্যেককে। শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ হয় কর্মশালা। নেওয়া হয় সংকল্পও। প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হয়। মদনমোহন ট্রাস্টের তরফে প্রত্যেক অংশগ্রহণকারীকে মধ্যাহ্নভোজন করানো হয়। এ দিন, মুখ্য অতিথি, তারাপুর গার্লস, যোগ শিক্ষক সহ অনুষ্ঠানের সঞ্চালক দেবাশিস পুরকায়স্থকে আয়োজকদের পক্ষ থেকে সম্মানস্মারক তুলে দেওয়া হয়। নিয়মিত যোগ অনুশীলনের সঙ্কল্প নেন সবাই।

যোগের মাধ্যমে ভারতীয় পরম্পরাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন মোদি : দীপায়ান

এ দিকে, শিলচর জিসি কলেজ যোগ সেন্টার ও নিরাময় যোগ শিক্ষা সংস্থানের যৌথ ব্যবস্থাপনায়  এনসিসির সক্রিয় সহযোগিতায় জিসি কলেজ প্রেক্ষাগৃহে দশম যোগ দিবসের অনুষ্ঠান হয়। এতে পড়ুয়া, এনসিসি ক্যাডেট, আধিকারিক সহ  তিন শতাধিক যোগ অনুশীলনে শামিল হন। এর আগে জিসি হয় উদ্বোধন। কলেজের অধ্যক্ষ ড.বিভাস দেব, এনসিসি গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ, নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, রিজিওনাল ডিরেক্টর পরমানন্দ যোগ দিব্য গীতানন্দ  সহ এনসিসির অন্যান্য আধিকারিকদের মধ্যে সিপিএস খাটি, মুজমিল আহমদ, এন নিয়াং হাউচিং, আমোদ চন্দ প্রমুখ অতিথি হিসেবে ছিলেন। দিব্য গীতানন্দ ও শতাক্ষী ভট্টাচার্য পরিচালনা করেন যোগ সেশন। ডেমন্স্ট্রেটর ছিলেন রাতুল চক্রবর্তী, আকাশ সাহা ও তানিয়া শ্যাম। তাছাড়া, এসএসএ-র আবাসিক স্কুল ও রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ-অসম প্রান্ত কার্যালয় অম্বিকাপট্টি ভক্তিধামেও শিলচর নিরাময়ের পরিচালনায় হয় দশম যোগ দিবসের অনুষ্ঠান।

যোগের মাধ্যমে ভারতীয় পরম্পরাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন মোদি : দীপায়ান

আবাসিক স্কুলে ডিপিও পাপড়ি ভট্টাচার্য, ডি কিউ এম প্রসেনজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক ছিলেন। হয় দেওয়াল পত্রিকা উন্মোচনও। আবাসিক স্কুলে শিশুদের যোগাভ্যাস মুগ্ধ করে। এ দিন আরও অন্যান্য জায়গায়ও নিরাময়ের শিক্ষকরা যোগ দিবসের অনুষ্ঠানে যোগাভ্যাস করান। ছড়িয়ে দেন যোগের মাধ্যমে ভাল থাকার বার্তা।

Author

Spread the News