বিশ্বের সমর্থন পেলেও কংগ্রেসের পাইনি : মোদি

৩০ জুলাই : পহেলগাঁওতে হামলা চালিয়ে ধর্মের ভিত্তিতে ভারতে দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জবাবি ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, দেশের মানুষ সন্ত্রাসবাদীদের এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে ভারতের জনগণ।

এদিন নিজের ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধি ভাষণে দাবি করেন, সরকার সশস্ত্র বাহিনীর হাত বেঁধে দিয়েছিল, তাদের পাকিস্তানের সামরিক পরিকাঠামোতে হামলা চালাতে দেওয়া হয়নি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে মোদি জানান, সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বুঝতে পেরেছিল ভারত বড় পদক্ষেপ করবে। তাই পরমাণু হুমকি দেওয়া হয়। ৬ মে রাত এবং ৭ মে সকালে যেখানে পৌঁছোনোর কথা কেউ ভাবতেই পারেনি, সেখানে পৌঁছে হামলা চালানো হয়। পাকিস্তানের কোণায় কোণায় জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে।’

মোদি বলেন, ‘৩টি দেশ বাদে পৃথিবীর সব দেশ ভারতের অবস্থানকে সমর্থন করেছে। কিন্তু কংগ্রেস দেশের সেনার পাশে দাঁড়ায়নি।’ মোদির দাবি, ‘ভারতের হামলায় পাকিস্তানের এয়ারবেস আইসিইউতে রয়েছে।’ ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তারও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশ যুদ্ধ বন্ধ করার কথা বলেনি।’

এদিন মোদির ভাষণের ছত্রে ছত্রে ছিল ভারতীয় সেনার প্রশংসা। তিনি বলেন, ‘১০০ শতাংশ সফল হয়েছে সেনা। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।’ এরপরই আগের কংগ্রেস সরকারকে মোদির কটাক্ষ, আগে জঙ্গিরা আক্রমণ করে নিশ্চিন্ত থাকত, কারণ পালটা হামলা হবে না বলে ওরা জানত। তারা ফের হামলার প্রস্তুতি নিত। এখন জঙ্গিরা ঠিকমতো ঘুমোতে পারে না, কারণ জানে ভারত পালটা মেরে চলে যাবে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!