অলিম্পিক্স : প্রথম পদক জিতল ইন্ডিয়ার, মনুকে শুভেচ্ছা মোদির

২৮ জুলাই : প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এল ভারতের ঘরে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতে নিলেন মনু ভাকের। তাঁর পয়েন্ট ২২১.৭। পদক জয়ের শটে মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর। ফাইনাল রাউন্ডে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার ওয়াই জে ওহ। ২৪৩.২ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড করলেন তিনি। রুপো জিতলেন ওয়াই জে কিম। তাঁর প্রাপ্ত পয়েন্ট ২৪১.৩।

মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকে। সেই মতোই দেশকে এ বারের অলিম্পিক্সে পদক এনে দিলেন ১৯ বছরের মনু।

এ দিকে, মনুর ভাকেরের ঐতিহাসিক পদক জয়ের পরে ২২ বছরের ভারতীয় তারকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘একটি ঐতিহাসিক পদক। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য অভিনন্দন তোমায়। ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্যটা আরও স্পেশাল হয়ে গিয়েছে, কারণ শ্যুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছে ও। অভাবনীয় সাফল্য।’

অলিম্পিক্স : প্রথম পদক জিতল ইন্ডিয়ার, মনুকে শুভেচ্ছা মোদির

Author

Spread the News