কুয়েতে মৃত বেড়ে ৪৯, মৃতদের পরিবারকে সাহায্যের ঘোষণা মোদির

১৩ জুন : কুয়েতের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৪৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ জন ভারতীয়র। আহত আরও ৫০ জন। ভারতীয়দের মৃত্যুর খবর পাওয়ার পর নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন।।

বুধবার ভোর ৬টা নাগাদ মাঙ্গাফ শহরে এক আবাসনে অগ্নিকাণ্ডটি ঘটে। ওই আবাসনে ১৯৫ জন থাকতেন। অধিকাংশই পরিযায়ী শ্রমিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে নীচের তলায় রান্নাঘরে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাবাহ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ত্রাণ তহবিল থেকে মৃত ভারতীয় নাগরিকদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভারত সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। প্রয়োজনে ত্রাণ ও অন্যান্য সহায়তা তদারকির জন্য কুয়েতে একটি দল পাঠানো হবে। এদিন মোদি গভীর শোক প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Author

Spread the News