শতাধিক সমর্থক নিয়ে কংগ্ৰেসে যোগদান সমাজসেবী মবজিল হোসেনের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মে : বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মবজিল হোসেন বড়ভূইয়া প্রায় একশো জন সমর্থকদের নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের হাত ধরে কংগ্ৰেসে যোগ দেন। রবিবার প্রাক্তন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত কণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনীর আলোচনা সভার মঞ্চে হাজি মবজিল হোসেন বড়ভূইয়া বলেন, তিনি বহু বছর থেকে কংগ্ৰেসকে ভালোবাসতেন ও কংগ্রেস দলের হয়ে কাজও করেছেন।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, শরিফুজ্জামান লস্কর, আমিনুল হক লস্কর, বাবুল হোড়, সুজন দত্ত সহ অন্যান্যরা।

শতাধিক সমর্থক নিয়ে কংগ্ৰেসে যোগদান সমাজসেবী মবজিল হোসেনের
Spread the News
error: Content is protected !!