সোনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস বিধায়কের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সোনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। বুধবার মুখ্যমন্ত্রী নগরীয় ‘পকিপথ’ নির্মাণ প্রকল্পের অধীন তিন কোটি টাকা ব্যয়ে সাতটি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন এবং ৮৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিম উদ্দিন বলেন, রাজনীতির উর্ধে ওঠে সবাই সোনাইর উন্নয়নে কাজ করছেন।

সোনাই পুরসভার সকল সদস্য ঐক্যবদ্ধ ভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন। জানান, এখন সোনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে। দুর্নীতি মুক্ত প্রত্যেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জনগণ সহযোগিতা করলে সোনাইর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল বলেন, প্রথমবারের মতো নির্বাচিত পুরবোর্ড শহরের পরিবর্তনের চিন্তাধারায় উন্নয়ন করছে। খুব শীঘ্রই প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে পুরসভার স্থায়ী ভবন নির্মাণ কাজের সূচনা হবে।

সোনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস বিধায়কের

এদিন শিলান্যাস অনুষ্ঠান গুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার যথাক্রমে মীনাক্ষী নাথ, সাহারুল লস্কর, নুর আহমেদ বড়ভূইয়া, নেবুল ইসলাম লস্কর, বিবাসিস রায়, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি যথাক্রমে আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর, রামকৃষ্ণ নাথ, সুবিনয় দাস, খিজির আহমেদ চৌধুরী, সোনাই ইউডিএফের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার, মণিলাল ধর, রামেশ্বর শর্মা প্রমুখ।

Spread the News
error: Content is protected !!