শিক্ষক আব্দুল মালিককে শ্রদ্ধা জানাতে বাড়িতে মিশন
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিক্ষাগুরু আব্দুল মালিককে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করতে তার বাড়িতে গিয়ে হাজির হলেন প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস। গুরু পুর্ণিমার দিনে নিজের শিক্ষক আব্দুল মালিককে উত্তরীয় দিয়ে বরণ করে উপহার সামগ্রী তুলে দেন।
এ প্রসঙ্গে মিশনবাবু বলেন, “আমি শ্যামসুন্দর বিদ্যামন্দিরে থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করে করিমগঞ্জ কলেজে ভর্তি হই। স্যার ইংরেজি বিষয়ের আমার প্রাইভেট টিউটরও ছিলেন। কয়েক দিন থেকে বারবার উনার কথা মনে হচ্ছিলো তাই এই পবিত্র দিনে স্যারের সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা নিবেদন করি।” তিনি হেড মাস্টার হয়ে ২০০৭ সালে অবসর নিয়েছেন।
