হাইলাকান্দিতে মিশন লাইফের সমাপ্তি অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের ব্যবস্থাপনায় হাইলাকান্দিতে বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির সাহায্যে বলি পারে আয়োজন করা হয় মিশন লাইফের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের বৈজ্ঞানিক বিষয়া ড০ মনিষা শর্মা। তাছাড়া সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির সারকেল অফিসার আরিজ আহমেদ এবং কাটলিছড়া শিক্ষা খণ্ডে ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার নজমুল হক লস্কর। হাইলাকান্দি বিজ্ঞান মন্দিরের আধিকারিক বাহারুল ইসলাম লস্করের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম সরকারের এসটেক এর আইটি অফিসার উৎপল দাস।

হাইলাকান্দিতে মিশন লাইফের সমাপ্তি অনুষ্ঠান

অনুষ্ঠানে অসম সরকারের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের ডক্টর মনিষা শর্মা, মিশন লাইফের বিভিন্ন দিক নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন। সার্কল অফিসার ছাত্রছাত্রীদের পড়াশোনায়  মনোযোগী হতে আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় কারিগরি অধিবেশন। এই অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এস এস কলেজের প্রফেসর ড. দেবাশিস গুহ ঠাকুরতা। তিনি বর্জ্য ব্যবস্থাপনা  এবং জীবন শৈলীর উপর ছাত্রছাত্রীদের সামনে প্রায় এক ঘণ্টা ধরে একটি মনোগ্য আলোচনা  করেন। তার বক্তব্যে উঠে এসেছে সমাজে মারাত্মক ক্ষতিকারক এবং ব্যাপক হারে ব্যবহৃত ব্যবহারযোগ্য প্লাস্টিকের কথা। তার কথায় জীবনশৈলীর পরিবর্তনের ফলে আজ ব্যাপক হারে ব্যবহারযোগ্য প্লাস্টিক মানুষের ঘরে ঘরে প্রবেশ করেছে। এগুলো কোন অবস্থায় যায় না যার ফলে পরিবেশে বিরাট ফেলছে। তিনি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদেরকে এগুলো ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

হাইলাকান্দিতে মিশন লাইফের সমাপ্তি অনুষ্ঠান

অন্যান্য বক্তব্যের পাশাপাশি এদিন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১০০ ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সংযোজক লুৎফুর রহমান বড়ভূইয়া। এতে অংশগ্রহণ করেন জেলার মোট ছয়টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। বিজয়ী ছাত্রছাত্রীদের ট্রিফি এবং প্রশংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকারা মিশন লাইফের উপর শপথ গ্রহণ করেন।

হাইলাকান্দিতে মিশন লাইফের সমাপ্তি অনুষ্ঠান

Author

Spread the News