বাজারিছড়ায় নিখোঁজ যুবতীর পচাগলা মুণ্ডবিচ্ছিন্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : নিখোঁজ হওয়ার ছয় দিন পর যুবতীর মুণ্ডবিচ্ছিন্ন পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাথারকান্দির বাজারিছড়া থানা অধীন বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নীলকান্তপুর এলাকায়। মৃত যুবতীর নাম পিয়ালী মালাকার, বয়স কুড়ি বছর।

নিহত পিয়ালীর বাবা শঙ্কর মালাকার ও মা তৃষ্ণা মালাকার এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, গত ২১ জুলাই তাঁদের অনুপস্থিতিতে বাড়ি থেকে নিখোঁজ হয় পিয়ালী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনও সুরাহা না পেয়ে অবশেষে তাঁরা বাজারিছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর তাঁদের বসতবাড়ির পেছনের ঝোপঝাড় এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে শঙ্কর মালাকার সেখানে যান এবং মাটিতে পায়ের ছাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর হাসপাতালে পাঠায়। মৃতদেহের পরনে থাকা পোশাক দেখে পরিবারের লোকরা নিশ্চিত হন এটি পিয়ালীর দেহ। শঙ্করবাবু জানান, মেয়েটির গলা কাটা ছিল, যা থেকে তাঁরা ধারণা করছেন এটি একটি পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে স্থানীয় কিছু দুষ্কৃতী জড়িত থাকতে পারে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পরিবারটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজ সকালেই এলাকাবাসী, বিশেষ করে মহিলারা, জমায়েত হয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধড়-পাকড় খবর নেই।

Spread the News
error: Content is protected !!