সমুদ্রের বরফে মিলল নিখোঁজ যাত্রীবাহী বিমান, মৃত্যু ১০ জনের
৮ ফেব্রুয়ারি : নোমে যাওয়ার সময় পশ্চিম আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১০ জনই নিহত হন। বেরিং এয়ারের একক-ইঞ্জিন টার্বোপ্রপের ধ্বংসাবশেষ শুক্রবার সমুদ্রের বরফে পাওয়া যায়। ইউএস কোস্ট গার্ড হেলিকপ্টার দিয়ে এলাকায় অনুসন্ধান করার সময় বিমানটিকে সনাক্ত করে এবং দুর্ঘটনাস্থলের তদন্তের জন্য উদ্ধারকারী সাঁতারুদের মোতায়েন করে।
আলাস্কার উদ্দেশে রওনা হয়েছিল মার্কিনি বেরিং বিমান। বিমানে ছিলেন ৯ জন যাত্রী এবং একজন বিমানচালক। কিন্তু রহস্যজনকভাবে মাঝ আকাশেই উধাও হয়ে যায় আস্ত বিমানটি। আলাস্কার নোম এলাকার কাছেই নিখোঁজ হয়েছে সেই বিমান। তদন্ত, অনুসন্ধান শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে উনালাক্লিট থেকে উড়ান নিয়েছিল এই বিমানটি।
আর দুপুর ৩টে ১৬ নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। মার্কিন উপকূলরক্ষী জানিয়েছেন যে শেষবার যখন এই বিমানকে দেখা যায় তখন সেটি সমুদ্র উপকূল থেকে ১২ মাইল দূরে ছিল।
এ দিকে, নোমের এক বাসিন্দা জানিয়েছেন, ‘এটি খুবই ছোট্ট একটি শহর। মাত্র ৩৫০০ জন মানুষ এখানে থাকেন। আর্কটিক সার্কলের ঠিক নিচেই এই শহর অবস্থিত। কোনও জরুরি ট্রান্সপন্ডার কাজ করছে বলে মনে হয় না। বাইরে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি, পুলিশেরা কোনও ইতিবাচক ইঙ্গিত না পেয়েই এখানে এসে তল্লাশি চালাচ্ছে। তিন মাইল পর্যন্ত সমুদ্র জমে বরফ হয়ে আছে।’

