নিখোঁজ রাশিয়ান বিমান ভেঙে পড়ল, মৃত্যু সবার
২৪ জুলাই : দেশ-বিদেশে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। নিখোঁজ রাশিয়ান বিমান ভেঙে পড়ার কথা জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। জানা গিয়েছে, ওই বিমানের ক্রু, যাত্রী সকলের মৃত্যু ঘটেছে।
সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমান। বিমানের গন্তব্য ছিল, রাশিয়ার আমুর প্রদেশের টিন্ডা। তবে মাঝপথ থেকে আর খোঁজ মিলছিল না যাত্রী-কর্মী-সহ বিমানটির। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমে, খোঁজ মিলেছে। তল্লাশিতে নিযুক্ত একটি হেলিকপ্টার ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই বিমানে থাকা কর্মী-সহ ৪৯ জন যাত্রীর কেউ আর বেঁচে নেই।
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যও উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব আমুর অঞ্চলে ওই বিমানটি ভেঙে পড়ে। বিমানটি চিন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই খঁজ মিলছিল না। বিমান দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে, পাঁচ শিশু এবং ছয়জন ক্রু সদস্য-সহ ৪৩ জন যাত্রী ছিলেন। রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে যে যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ একটি উদ্ধারকারী হেলিকপ্টার দ্বারা শনাক্ত করা হয়েছে।