শিববাড়ি রোডের নদী ভাঙন পরিদর্শন মন্ত্রী পীযূষের
বরাক তরঙ্গ, ৩০ মে : দু’দিনের কর্মসূচি নিয়ে বরাকে পৌঁছলেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা। বৃহস্পতিবার শিলচরে পৌঁছে বন্যার খোঁজখবর নেন মন্ত্রী হাজরিকা।
তিনি শিলচর শিববাড়ি রোডের নদী ভাঙন স্থল পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, এবার ভয়ের কোন কারণ নেই জনগণের। প্রশাসন যেকোনও সময় যেকোনও ধরনের মোকাবিলায় জন্য প্রস্তুত রয়েছে। এবং যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙন রোধের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে এবং আগামী বছরের মধ্যে বেতুকান্দি স্লুইচ গেটের কাজ সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী পীযূষ হাজরিকা। করিমগঞ্জ ও হাইলাকান্দিতে বাঁধ ভেঙে পড়েছে আগামী কুড়ি দিনের মধ্যে ভাঙন স্থল ভরাট করে বাঁধ নির্মাণ করা হবে। যাতে আগামী দিনে বন্যার কবলে না পড়েন সাধারণ মানুষ।
বরাকের ভাঙা বাঁধের অংশ কুড়ি দিনের মধ্যে সম্পন্ন হবে : হাজরিকা
বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সহ তিনি ও সংশ্লিষ্ট বিভাগ এবং বিধায়করা সচেতন রয়েছেন। যাতে বন্যায় কারও কোন ক্ষতি না হয়। তিনি বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের যোগ্য কাজের জন্য বাঁধ মানুষকে রক্ষা করছে। তিনি বেতুকান্দি বাঁধ নিয়ে বলেন, এখনও কাজ চলছে। আগামী বছর কাজ সম্পূর্ণ হবে।

এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়ূ, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, কণাদ পুরকায়স্থ সহ জল সম্পদের বিভাগীয় আধিকারিকরা।