করিমগঞ্জ ত্রাণ শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ জুন : জলসম্পদ মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকা বরাক উপত্যকায় উপস্থিত হয়ে শিলচর থেকে করিমগঞ্জ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পৌঁছেন বিকেল ৪ টায়। তিনি প্রথম করিমগঞ্জ শহরের ভেতরে থাকা করিমগঞ্জ জেলার বন্যাদুর্গত মানুষের আশ্রয় শিবির পরিদর্শন করেন। আশ্রয় শিবিরে মানুষের দুঃখ-কষ্ট, অভাব অভিযোগ ও সমস্যার খোঁজ-খবর নেন এবং জেলা প্রশাসনের তরফ থেকে বণ্টন করা ত্রাণ সহ পর্যাপ্ত সাহায্য, সুবিধা, রেশন ইত্যাদি পেয়েছেন কিনা সে বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি আশ্রয় শিবিরে থাকা বন্যাকবলিত এলাকার জনগণ যেন খাদ্য, স্বাস্থ্য সব দিক থেকেই পর্যাপ্ত সুবিধা পান সেবিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

এ দিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায়, করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, জেলাশাসক মৃদুল যাদব প্রমুখ।

করিমগঞ্জ ত্রাণ শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা

উল্লেখ্য, লঙ্গাই ও কুশিয়ারা নদীর বন্যার জলের কবলে পড়ে করিমগঞ্জের পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নগেন্দ্রনাথ তিলকচাঁদ এমভি স্কুলে আশ্রয় শিবিরে থাকা ৬৪৯ জন ও ৫১৭ জন বন্যার্তদের সঙ্গে দেখা করে মতবিনিময় করেন।এরপর সোজা চলে যান করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের সেখানে গিয়ে মন্ত্রী জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিঙে যোগ দেন।

Author

Spread the News