করিমগঞ্জে ভেঙে যাওয়া নদী বাঁধ পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজরিকার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ মে : ভেঙে যাওয়া বাঁধ গুলো মেরামত করতে এখন আর সাত আট মাস নয় মাত্র ১৫ দিনের মধ্যে মেরামত করে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে জানিয়েছেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী তথা জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা। বৃহস্পতিবার করিমগঞ্জে পৌঁছে প্রথমে মন্ত্রী হাজরিকা বারইগ্ৰামের ইচাগঞ্জের লঙ্গাই নদীর বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেন। সেখানে এই মন্তব্য করেন মন্ত্রী পীযূষ হাজারিকা।

করিমগঞ্জে ভেঙে যাওয়া নদী বাঁধ পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজরিকার

করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বন্যাকবলিত গান্ধাই ও বরাইগ্রামের ইছামতীর নদী বাঁধ ভাঙ স্থল পরিদর্শক করে দেখে চলে যান
পাথারকান্দির পাঁচটি ভাঙন স্থলে।আশ্রয় শিবিরে থাকা বান পিড়িত জনগণের খোঁজ নেন।

করিমগঞ্জে ভেঙে যাওয়া নদী বাঁধ পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজরিকার

তিনি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্থদের সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী বণ্টনের জন্য জেলাপ্রশাসনকে নির্দেশ দেবেন বলে আশ্বাস দেন। এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক কৌশিক রায়, বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টচার্য, সর্বভারতীয় মহিলা নেত্রী শিপ্রা গুন, সহ জলসম্পদ বিভাগের বিভাগীয় আধিকারিকরা।পরির্শন শেষে সন্ধ্যার পর মন্ত্রী পাথারকান্দি থেকে সড়ক পথে রাতাবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন সেখানের বন্যা পরিস্থিতি খোঁজ নিয়ে।

Author

Spread the News