আকাইদুম স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : পাথারকান্দির চান্দখিরা মেদলি জিপির অন্তর্গত আকাইদুম স্টেডিয়ামে চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মাঠের উন্নয়নকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনা করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয় এবং স্থানীয় ক্রীড়াবিদরা দ্রুত উন্নত মানের অবকাঠামোর সুবিধা পেতে পারেন। বুধবার পরিদর্শন কালে তিনি বলেন, গ্রামীণ ক্রীড়া অবকাঠামো শক্তিশালীকরণ ও যুব সমাজের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধিতে আসাম সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
আকাইদুম স্টেডিয়াম শুধুমাত্র খেলাধুলার কেন্দ্র হবে না, বরং এটি স্থানীয় যুবদের জন্য স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠবে। এখানে প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড় ও প্রশিক্ষকদের থাকা খাওয়ার জন্য উন্নতমানের হোস্টেল ও নির্মাণ করা হবে বলেন জানান মন্ত্রী। এতে স্থানীয় ক্রীড়া অনুরাগী, ক্লাব পঞ্চায়েত প্রতিনিধি ও গ্রামবাসীরা মন্ত্রীর এই সফরকে স্বাগত জানান। তাঁদের মতে, এই স্টেডিয়াম চালু হলে পাথারকান্দি বিধানসভার চান্ধখিরা মেধলী ও আশেপাশের এলাকার তরুণরা ফুটবল, অ্যাথলেটিক্স, ভলিবলসহ নানা ধরনের খেলায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পাবে। এতে শুধু ক্রীড়াঙ্গন নয়, সামাজিক ঐক্যও আরও দৃঢ় হবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মতামত শোনেন। তিনি আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে পাথারকান্দি বিধানসভায় আরও একাধিক উন্নতমানের ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলা হবে। দলীয় নেতাকর্মী স্থানীয় জনগণ সচেতন মহল সহ গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাদের মতে, আকাইদুম স্টেডিয়ামের এই উন্নয়ন প্রকল্প শেষ হলে গ্রামীণ আসামে খেলাধুলা ও ফিটনেসের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিন মন্ত্রী পালের এই পরিদর্শনের সময় তার সাথে উপস্থিতিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান অলিনকুমার ত্রিপাঠি, লোয়াইরপোয়া ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কুর্মী, পুথিনি জিপির সভানেত্রীর নমিতা গোয়ালা চাষা সহ পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির বিভিন্ন কর্মকর্তা নেতা কর্মী সহ বিভিন্ন জিপির নির্বাচিত প্রতিনিধিরা।