সরকারি প্রকল্প থেকে যোগ্য উপকৃতদের বঞ্চিত না করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ জুন : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিভিন্ন সরকারি প্রকল্পে যোগ্য উপকৃতদের নাম বেশী করে  অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দির জেলা কমিশনারের সভাকক্ষে জেলায় চারটি সরকারি প্রকল্পের অধীনে উপকৃতদের নাম চয়ন করার কাজ খতিয়ে দেখতে এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন।

সভায় জানানো হয় অরুণোদয় ৩.০ প্রকল্পে এখন পর্যন্ত যোগ্য ৪৯ হাজার ৪০২ জন উপকৃতদের নাম আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্মাণ আসাম অভিযানে  এক হাজার ১৮৬ জন সুবিধাভোগির নাম বাছাই কমিটি চুড়ান্ত করেছে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পে এক হাজার ৭৬৪ জন সুবিধাভোগীর নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া চা-বাগান কর্মীদের প্রকল্প ‘একটি কলি দুটি পাতায়’ এ পর্যন্ত জেলায় ১১ হাজার ৯২৮ জন উপকৃত হয়েছেন বলে সভায় জানানো হয়।

সভায় প্রকল্পগুলির মাধ্যমে আরো যোগ্য লোকজন কীভাবে উপকৃত হতে পারেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার রূপরেখা তুলে দেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবারের সভায় জেলার তিন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরী সহ জেলা কমিশনার নিসর্গ হিভারে, পুলিশ সুপার অমিতাভ সিনহা এবং বিজেপি কর্মকর্তা স্বপন ভট্টাচার্য, কল্যাণ গোস্বামী, মুন স্বর্ণকার, ড. মিলন দাস প্রমুখ অংশ নেন।

Spread the News
error: Content is protected !!