স্বাধীনতা দিবসের প্রস্তুতি পরিদর্শনে পাথারকান্দি মুণ্ডুমালা ময়দানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : পাথারকান্দি সমোজেলা জুড়ে এখন উৎসবের আমেজ। আর সেই আমেজের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুন্ডুমালা ময়দান, যেখানে শুক্রবার অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের সরকারি মূল অনুষ্ঠান। দেশজুড়ে ১৫ই আগস্ট স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তি পালিত হবে, আর সেই উপলক্ষে পাথারকান্দি সহ গোটা অঞ্চলে চলছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মীন, পশুপালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী এবং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় নেতা কৃষ্ণেন্দু পল সরেজমিনে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ময়দানের প্রতিটি অংশ। তিনি মঞ্চ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক মঞ্চের রিহার্সাল—সবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নির্দেশ দেন, যাতে আগামীকালের অনুষ্ঠানে অংশ নিতে আসা হাজারো মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে এই দিনটি উপভোগ করতে পারেন। তিনি আশ্বাস দেন, সরকারি সমস্ত বিভাগ একসঙ্গে কাজ করছে যাতে আয়োজন হয় সুষ্ঠু, সুন্দর ও স্মরণীয়।

মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্য স্বাধীনতা দিবস শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের গর্ব, ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য অসংখ্য শহীদের আত্মত্যাগের কথা। আমরা চাই পাথারকান্দির প্রতিটি মানুষ দেশপ্রেম ও উদ্দীপনায় ভরপুর হয়ে এই উৎসব পালন করুক।”

এদিকে, মুন্ডুমালা ময়দানে ইতিমধ্যেই সম্পুর্ন হয়েছে সাজসজ্জা। ত্রিবর্ণা পতাকা, রঙিন আলো, ফুলের মালা আর সাংস্কৃতিক পরিবেশনার জন্য বিশেষ মঞ্চে চলছে মহড়া। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সবাই উৎসাহে ভরপুর।

প্রত্যাশা করা হচ্ছে, শুক্রবার মূল অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের উজ্জ্বল ও অনন্য মুহূর্তের সাক্ষী হবেন। মুন্ডুমালা ময়দান এক প্রকার উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে, আর সবার চোখ এখন ১৫ই আগস্টের ভোরবেলায় জাতীয় পতাকা উত্তোলনের দিকে।

Spread the News
error: Content is protected !!