নিজেদের কৃষ্টি-সংস্কৃতি ও ধর্মকে সম্মান জানাতে পিছ পা হবেন না, মন্ত্রী কৃষ্ণেন্দু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : নিজেদের কৃষ্টি-সংস্কৃতি ও ধর্মকে যথাযত সম্মান জানিয়ে প্রয়োজনে দেশ মাতৃকার জন্য নিজেকে আত্মবলিদান দিতেও আমরা যেন কখনই পিছ পা না হই সেই দিকে নজর দিতে আহ্বান জানালেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।বৃহস্পতিবার তিনি পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে বাল দিবস পালন অনুষ্ঠানে দলীয় কর্মীদের প্রতি এই আহ্বান জানান। বলেন, এই ভারতবর্ষে বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর লোকেদের মিলনভূমি হলেও আমাদের পরিচয় কিন্তু একটাই। আমরা ভারতমাতার সন্তান। আগামী ২০৪৭-এর মধ্যে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসানোর যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশের হিতে সবাইকে কাজ করার জোরালো আবেদন জানান তিনি।
কৃষ্ণেন্দু বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদির পাশাপাশি অসমকে একটি সুন্দর উন্নত মানের রাজ্য গড়তে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন জাতি ও ভাষা গোষ্ঠীর সংমিশ্রনে অসমকে উন্নত একটি রাজ্য হিসেবে গড়তে তিনি ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। একসময় তিনি এদিন বাল দিবসের প্রাসঙ্গিকতা এনে বলেন, প্রাচীনকালে এই মোঘলদের লাগাতার অত্যাচার, ধর্মান্তরবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ সিংয়ের মত বীরেরা। নিজেদের কৃষ্টি, সংষ্কৃতি বজায় রাখতে স্বীকার করেছেন অনেক ত্যাগ। দিয়েছেন আত্মবলিদানও। তাই আজকের দিনে এধরণের ব্যক্তিত্বের জীবনী অধ্যয়নের জন্য তিনি উপস্থিত অজস্র দলীয় কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মণ্ডল কার্যালয়ে গুরু গোবিন্দ সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির প্রাসঙ্গিকতা নিয়ে নীতিদীর্ঘ আলোচনা করেন। এতে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা ছাড়া দলের শীর্ষ স্তরীয় কর্মী থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।