বৃহস্পতিবার হাইলাকান্দিতে মন্ত্রী অশোক সিংহল
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জলসেচ মন্ত্রী অশোক সিংহল দুই দিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে বৃহস্পতিবার আসছেন। বৃহস্পতিবার সকালে তিনি কুম্ভীরগ্রাম থেকে শ্রীভূমি চলে যাবেন। এরপর তিনি শ্রীভূমি জেলায় সকাল সাড়ে দশটায় সিভিল হাসপাতাল পরিদর্শন করে শ্রীভূমিতে এক রিভিউ মিটিংয়ে অংশ নিয়ে হাইলাকান্দি চলে আসবেন।
হাইলাকান্দিতে দুপুর ২টা ৪০ মিনিট থেকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর মন্ত্রী সিংহল ৩ টা ২০ মিনিট থেকে হাইলাকান্দিতে অনুরূপ আরেকটি রিভিউ মিটিংয়ে অংশ নেবেন । বিকেলে তিনি শিলচর গিয়ে দলীয় মিটিং করে রাত কাটিয়ে পরদিন শিলচর মেডিক্যাল কলেজ পরিদর্শন এবং রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জলসেচ মন্ত্রী এরপর শুক্রবারে দিশপুর চলে যাবেন।

