ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ মন্ত্রী অজন্তার

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলাকে দেওয়া অর্থের ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ দিলেন রাজ্যের অর্থ  এবং মহিলা ও শিশু  উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ। মঙ্গলবার হাইলাকান্দিতে এক রিভিউ মিটিংয়ে সব কয়টি বিভাগকে তাদের রূপায়ণ করা স্কিমের মনিটরিং গভীরভাবে করার নির্দেশ দেন মন্ত্রী।তিনি সমাজ কল্যাণ বিভাগের কর্মসূচি গুলি মিশন মোডে করার উপর গুরুত্ব আরোপ করে বলেন বিভাগের শিশু ও মহিলাদের সবলীকরণ কর্মসূচি গুলি জনসাধারণের চোখে পড়ে না। তাই সেগুলি ব্যাপকভাবে মনিটরিং না হলে মহিলা ও শিশুরা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়বে।

সভায় জানানো হয় যে গার্হস্থ্য সহিংসতার  শিকারে সমাজ কল্যাণ বিভাগের আশ্রয়স্থল ওয়ান স্টপ সেন্টারে চলতি বছরে জেলার ১১৩ জন  আশ্রয় নেন। এর মধ্যে ৭৪টি ঘটনার নিষ্পত্তি হলেও ৩৯ টি এখনো  নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সভায় আরো জানানো হয় যে জেলায় মডেল অঙ্গনাদি কেন্দ্র নির্মাণে প্রথম পর্যায়ে ৪৯ টির মধ্যে ৫টি এখনো অসম্পূর্ণ রয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২৪টি মডেল অঙ্গনাদি কেন্দ্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু করতে তিনি নির্দেশ দেন। তিনি অপুষ্টি, বাল্যবিবাহ, শিশু অপরাধ ইত্যাদির বিরুদ্ধে আরো সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। বিধায়ক জাকির হোসেন লস্করের উপস্থিতিতে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলার অপুষ্টির শিকার শিশুদেরকে পুষ্টিকর আহার বিতরণের জন্য প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ মন্ত্রী অজন্তার
ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ মন্ত্রী অজন্তার

Author

Spread the News