২৫ বছর ভুয়ো চিকিৎসা, পুলিশের জালে মিহির

বরাক তরঙ্গ, ২২ জুলাই : ভুয়ো চিকিৎসকের ছড়াছড়ি বরাকে ফের প্রমাণ করল। এক-দু’মাস নয় দীর্ঘ ২৫ বছর মানুষের জীবন নিয়ে খেলেছেন চিকিৎসক সেজে মিহিরকান্তি দাস নামে এক ব্যক্তি। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গৌহাটি মেডিক্যাল পঞ্জিকা বিভাগ তার নথি যাচাই করতে গিয়ে ভুয়ো চিকিৎসক চক্রের হদিস পায়। এরপরই স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, তৃতীয় বিভাগে হায়ার সেকেন্ডারি পাস করা মিহিরকান্তি দাস নিজেকে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে গত দীর্ঘ ২৫ বছর ধরে বরাক উপত্যকার তিন জেলায় চিকিৎসা চালিয়ে আসছিলেন। রোগীদের কাছ থেকে নিয়মিত ফি নেওয়া, প্রেসক্রিপশন লেখা—সব কিছুতেই ছিল তার দক্ষ অভিনয়।

২৫ বছর ভুয়ো চিকিৎসা, পুলিশের জালে মিহির

প্রশাসন সূত্রে খবর, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

এতদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!