মেরা যুবা ভারতের উদ্যোগে শ্রীভূমি জেলায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মেরা যুবা ভারত, করিমগঞ্জের উদ্যোগে এবং চন্দ্রগীতি সংস্থার সহযোগিতায় আজ শ্রীভূমি জেলার বিদ্যানগরে যথাযোগ্য মর্যাদায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মূখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও পূষ্পার্ঘ অর্পণ করেন সাংসদ কৃপানাথ মালা এবং অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে আশুতোষ গোয়ালা, ব্রজ গোপাল সিনহা, নরুত্তম সিনহা, অভিজিৎ বারই, অনুজ পাণ্ডে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় সাংসদ কৃপানাথ মালা ডঃ শ্যামাপ্রসাদ মূখার্জীর জীবনাদর্শের উপর আলোকপাত করেন।
তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মূখার্জী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তিনি ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি এছাড়াও তিনি ছিলেন একজন মন্ত্রী ও ভারতীয় সংসদের সদস্য।তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন এবং দেশ ভাগের বিরোধীতা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরুত্তম সিনহা, আশুতোষ গোয়ালা প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপস্থিত বিশিষ্টজনদের এবং যুবক যুবতীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চন্দ্রগীতি সংস্থার কর্মকর্তা চন্দ্রকান্তি সিনহা।