টিওডি প্রত্যাহারের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমিতে

পিএনসি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : আগামী অর্থ বছর থেকে বিদ্যুতের মাশুল তিন ধরনের করার এপিডিসিএল’র প্ৰস্তাব চুড়ান্ত জনবিরোধী ও গ্রাহক বিরোধী। বিদ্যুৎ বিলে ‘টিওডি’ চালু করে বিদ্যুৎ গ্রাহকদের উপর তিন ধরনের বিল চাপিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করার দাবিতে বৃহস্পতিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্ত মারফত আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীতরঞ্জন দত্ত, পরিমল চক্রবর্তী, বাসুদেব সেন, তুতীউর রহমান, গোপালচন্দ্র পাল, পৃথ্বীজিৎ দেব ও সুজিৎকুমার পাল।

স্মারকপত্র প্রদান শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সভাপতি সুনীত রঞ্জন দত্ত। তিনি বলেন, অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটি এপিডিসিএল’র এই অন্যায়, অযৌক্তিক প্ৰস্তাব সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক দিন আগে মুখ্যমন্ত্ৰী বিদ্যুতের মাশুল আগামী ১ এপ্ৰিল থেকে হ্ৰাসের ঘোষণা করেছিলেন। অথচ এপিডিসিএল’র এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। আগামী অর্থবৰ্ষে এপিডিসিএল দৃশ্যত: মাশুল বৃদ্ধির প্ৰস্তাব করেনি, কিন্তু টিওডি (টাইম অফ ডে) ব্যবস্থায় তিন ধরনের বিদ্যুৎ মাশুল নিৰ্ধারণের প্ৰস্তাব দিয়ে সুকৌশলে ঘোর পথে মাশুল বৃদ্ধির চক্ৰান্ত করেছে। সাধারণ গ্রাহকরা সন্ধ্যা ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেশি করে এবং সেই সময়কে পিক আওয়ার ধরে নিয়ে মাশুল সৰ্বোচ্চ ৯.৬২ টাকা ধাৰ্যের প্ৰস্তাব করা হয়েছে তা সাধারণ বিদ্যুৎ গ্ৰাহকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বিভিন্ন পরিষেবা খণ্ডের বেসরকারিকরণ ঘটানোর পর প্ৰাইভেট কোম্পানিগুলো যেমন বাজারের চাহিদার উপর নিৰ্ভর করে দাম নিৰ্ধারণ করে এবং গ্ৰাহকদের সৰ্বোচ্চ চাহিদার সময়ে সৰ্বোচ্চ দাম দিতে বাধ্য করে। ঠিক তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও এই টিওডি’র মাধ্যমে একই ধরনের ব্যবস্থা প্ৰবৰ্তনের চেষ্টা হচ্ছে, যা আসলে বেসরকারিকরণের পদক্ষেপ।

সভাপতি দত্ত আরও বলেন, অল আসাম ইলেকট্ৰিসটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আগে থেকে বলে আসছে, সরকার বিদ্যুতকে অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে লাভজনক পণ্যে পর্যবসিত করতে বেসরকারিকরণের চক্ৰান্ত চালাচ্ছে। এপিডিসিএল’র ‘টিওডি’ পদ্ধতির মাশুল নিৰ্ধারণের প্ৰস্তাব আমাদের বক্তব্যের সত্যতাকেই প্ৰতিপন্ন করেছে।

টিওডি প্রত্যাহারের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমিতে
টিওডি প্রত্যাহারের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমিতে

Author

Spread the News