রাতে ঘুম থেকে তুলে প্রধানমন্ত্রী আবাসের ই-কেওয়াইসি নামে অর্থ আদায় গ্রুপ সদস্যের
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাসের ই-কেওয়াইসি করার নামে রাতে হতদরিদ্রের বাড়িতে গিয়ে অর্থ আদায় জিপির ট্যাক্স কালেক্টরকে নিয়ে গ্রুপ সদস্যের। এমন অভিযোগ উঠেছে দক্ষিণ সৈদপুর জিপির গ্রুপ সদস্য রাকিব আহমদের বিরুদ্ধে। এমনকি টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাত একটায় জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুর্তাখাল এলাকার নজরুল ইসলাম লস্কর নামে এক ব্যক্তির ঘরে গিয়ে ই-কেওয়াইসি করা নামে ট্যাক্স কালেক্টর খাইরুল হক লস্কর সহ আরেকজনকে নিয়ে বাড়িতে পৌঁছেন রাকিব। কিছুক্ষণ পর ওই ব্যক্তি সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর ও জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদারকে বিষয়টি ফোনে জানালে তাঁরা তাঁর বাড়িতে পৌঁছেন। তাঁদের কাছে পুরো বিষয়টি জানান এবং ই-কেওয়াইসির জন্য পাঁচশো টাকা নিয়েছেন রাকিবরা বলেও জানান।
শুক্রবার ট্যাক্স কালেক্টর ও গ্রুপ সদস্যের কর্মকাণ্ডটি বিডিও-র নজরে আনেন। এমন খবর পেয়ে বিডিও জিপি কার্যালয়ে পৌঁছেন। বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
এ দিকে, জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা তথা সভপতির প্রতিনিধি মেহবুব আলম জানান, ই-কেওয়াইসি করতে কোন পয়সার প্রয়োজন হয় না। তাই কোন ব্যক্তি যদি টাকা দাবি করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পিছ পা হবেন না। পাশাপাশি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন। রাত দু’টায় মানুষকে ঘুম থেকে তুলে ই-কেওয়াইসির নামে অর্থ দাবি এবং হয়রানি করার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য খণ্ড আধিকারিকের কাছে দাবি রাখেন রাকা মজুমদার।

