শিলচরে স্পিয়ার কর্পস-এর উদ্যোগে মেগা এক্স-সার্ভিসম্যান র‍্যালি

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : দক্ষিণ অসমের প্রাক্তন সেনা সদস্য এবং যুদ্ধবিধবাদের কল্যাণ ও সমস্যা সমাধানের লক্ষ্যে স্পিয়ার কর্পসের উদ্যোগে মাসিমপুর সেনানিবাসে আয়োজিত এক্স-সার্ভিসম্যান (প্রাক্তন সেনা) র‍্যালি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই র‍্যালির মাধ্যমে ‘সংযোগ স্থাপন, যত্ন নেওয়া, অভিজ্ঞতা ভাগাভাগি ও সমস্যার সমাধান — এই চারটি মূল ভাবনার ওপর ভিত্তি করে সেনাবাহিনী এবং প্রাক্তন সেনা সদস্যদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

র‍্যালিতে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি ও ডিমা হাসাও জেলার ১,২০০-রও বেশি প্রাক্তন সেনা সদস্য, বিধবা ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাঁদের পেনশন ও বিভিন্ন নথি সংক্রান্ত সমস্যাগুলির তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে, অবসরের পর প্রাপ্ত সুযোগ-সুবিধা এবং চাকরির সম্ভাবনা নিয়ে দিশা দেখানো হয়।

র‍্যালি প্রাঙ্গণে ভেটেরান সেবা কেন্দ্র, এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম অভিযোগ সেল ও সেনা ক্যান্টিনের স্টল স্থাপন করা হয়, যা প্রাক্তন সেনা সদস্যদের বিভিন্ন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসিএইচএস-এর পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়, যেখানে তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
এছাড়াও, ৩ আসাম ব্যাটালিয়ন এনসিসি ও মাসিমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন সেনা সদস্যদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে মেজর জেনারেল সুরেশ ভামভু, ওয়াইএসএম, এসএম, ইনস্পেক্টর জেনারেল, (ইস্ট) বলেন, “প্রাক্তন সেনারা গর্বের সঙ্গে জাতির সেবা করেছেন। এখন আমাদের দায়িত্ব তাঁদের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করা। এই র‍্যালির মাধ্যমে তাঁদের সমস্যাগুলির সমাধানের পাশাপাশি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুযোগ তৈরি হয়েছে।” এই এক্স-সার্ভিসম্যান র‍্যালির সফল সমাপ্তি দক্ষিণ আসামে প্রাক্তন সেনা সদস্য ও যুদ্ধবিধবাদের কল্যাণে ভারতীয় সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। সেনাবাহিনীর এই সরাসরি সংযোগ কেবলমাত্র তাত্ক্ষণিক সমস্যার সমাধানেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রাক্তন সেনা সমাজে একধরনের আস্থার বাতাবরণ ও সমর্থনের অনুভূতিও জোগায়।

Spread the News
error: Content is protected !!