রামকৃষ্ণনগর কলেজে শুক্রবার মেগা স্বাস্থ্য শিবির
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : রামকৃষ্ণনগর কলেজে আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে একটি বিধানসভা পর্যায়ের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বাসিন্দাদের, বিশেষ করে ০ থেকে ১৮ বছর বয়সের শিশুদের, জন্য বিস্তৃত স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। পাশাপাশি, আশেপাশের এলাকার মানুষরাও অংশগ্রহণ করতে পারবেন। এতে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এসএমসিএইচ) থেকে ডাক্তার এবং বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এবং রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
ওই শিবিরে গাইনিকোলজি ও অবস্টেট্রিক্স, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, সাধারণ মেডিসিন, সার্জারি, সাইকিয়াট্রি, ইএনটি, চক্ষু চিকিৎসা, কার্ডিওলজি এবং নিউরোলজি-এর চিকিৎসা সেবা প্রদান করা হবে। শিবিরে একটি সম্পূর্ণ কার্যকর ল্যাবরেটরি থাকবে যেখানে তাৎক্ষণিক ডায়াগনস্টিক পরীক্ষা করা হবে এবং ফার্মেসি ইউনিট থেকে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হবে। এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা, টিকা, দন্ত ও চক্ষু পরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা, পরামর্শ সেবা এবং ওষুধ বিতরণ সবই এক ছাদের নিচে প্রদান করা হবে।
এই শিবির ন্যাশনাল হেল্থ মিশন, শ্রীভূমি দ্বারা আয়োজন করা হয়েছে। জনগণকে ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকাতে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, রাতাবাড়ির বিধায়কও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে ওই শিবিরের সেবা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।