খাগড়া বাজার জিপির উদ্যোগে মাগুরা জিরবুমে মেগা স্বাস্থ্য শিবির সোমবার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের নবগঠিত খাগড়া বাজার গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আগামী সোমবার, স্থানীয় মাগুরা জিরবুম বাজারে এক বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হতে চলেছে। শিবিরটিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শিবিরে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের খ্যাতনামা গ্রেট ইস্টার্ন মেডিক্যাল স্কুল অ্যান্ড হসপিটাল-এর একদল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি, রোগ নির্ণয়ের জন্য থাকবেন দক্ষ ল্যাব টেকনিশিয়ান এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের একটি দল।

আয়োজকরা জানান, আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে শারীরিক পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হবে। শুধু তাই নয়, যাঁরা জটিল রোগে আক্রান্ত বলে চিহ্নিত হবেন, তাঁদের প্রয়োজন অনুযায়ী গ্রেট ইস্টার্ন হাসপাতাল পর্যন্ত নিয়ে গিয়ে চিকিৎসার বিশেষ ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাগড়া বাজার জিপির পক্ষ থেকে সভানেত্রী বানসনজন চরেই, সহ-সভাপতি সুদীপ মালাকার এবং এপি সদস্য শাহানাজ হোসেন শিবিরের গুরুত্ব এবং সম্ভাব্য সুফল তুলে ধরেন। তাঁরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই শিবির এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সমস্যা অনেকাংশে লাঘব করবে।স্থানীয় সমাজকর্মী মান চরেই সহ জিপির অন্যান্য সদস্যরাও এদিন এলাকার সর্বস্তরের মানুষকে এই সুযোগের সদ্ব্যবহার করে শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানান।এই মেগা স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, লোয়াইরপোয়া ব্লকজুড়ে ব্যাপক সংখ্যক মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করবেন।

Spread the News
error: Content is protected !!