প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলার চারটি স্থানে মেগা হেল্থ ক্যাম্প

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে তুলতে গোটা রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সপ্তাহ’। এই উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসনও একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। রক্তদান শিবির, বৃক্ষরোপণ অভিযান, যক্ষ্মা রোগীদের সহায়তা, অরুণোদয় ৩.০ চালু সব মিলিয়ে এক উজ্জ্বল সামাজিক উদ্যোগে সরব হয়ে উঠেছে গোটা জেলা।

এরই ধারাবাহিকতায় জেলা স্বাস্থ্য বিভাগ চারটি বিধানসভা কেন্দ্রে আয়োজন করতে যাচ্ছে ‘মেগা হেলথ ক্যাম্প’। জেলার হাজারো মানুষ যাতে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেতে পারেন, সেজন্যই নেওয়া হয়েছে এই বিশেষ পদক্ষেপ।

জেলা যুগ্ম স্বাস্থ্য আধিকারিক কার্যালয় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান আগামী ২০ সেপ্টেম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার ন্যাশনাল অ্যাকাডেমি প্রাঙ্গণে হবে প্রথম মেগা হেল্থ ক্যাম্প। ১০ অক্টোবর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রর রামকৃষ্ণনগর কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হবে দ্বিতীয় ক্যাম্প। ১৪ অক্টোবর তৃতীয় মেগা হেল্থ ক্যাম্প বসবে পাথারকান্দি বিধানসভার কেন্দ্রের চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে।এবং ২৬ অক্টোবর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রর নীলমণি এইচএস।স্কুলে অনুষ্ঠিত হবে জেলার শেষ তথা চতুর্থ মেগা হেলথ ক্যাম্প।

এই স্বাস্থ্য শিবিরে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের জন্য ৫৯ ধরনের রোগের বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা ও রেফারেল সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি সাধারণ রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

জেলা যুগ্ম স্বাস্থ্য আধিকারিক সুমনা নাইডু জানিয়েছেন, প্রতিটি ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল নিয়োজিত থাকবেন, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার শিশুরাও সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।

শ্রীভূমি জেলা প্রশাসন ইতিমধ্যেই সেবা সপ্তাহকে কেন্দ্র করে নানা কার্যক্রম চালু করেছে। রক্তদান শিবিরে অংশ নিচ্ছেন বহু তরুণ-তরুণী, বৃক্ষরোপণ অভিযানে সরব হয়েছে বিভিন্ন বিদ্যালয় ও স্থানীয় সংগঠন। একইসঙ্গে যক্ষ্মা রোগীদের সহায়তা ও অরুণোদয় ৩.০ প্রকল্প চালুর মাধ্যমে স্বাস্থ্যখাতে এক নতুন দিশা আনতে চাইছে জেলা স্বাস্থ্য দফতর।

দুর্নিবার উৎসাহে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রশাসন এবং সাধারণ মানুষ মিলিতভাবে কাজ করছেন—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মজয়ন্তীকে সত্যিকার অর্থে ‘সেবা ও সমাজকল্যাণের উৎসব’ হিসেবে তুলে ধরতে। আসন্ন চারটি মেগা হেলথ ক্যাম্প জেলার মানুষের কাছে হয়ে উঠবে এক বিরল সুযোগ—যেখানে বিনা খরচে মিলবে বিশেষজ্ঞ চিকিৎসা, সচেতনতা ও সুস্থতার বার্তা।

Spread the News
error: Content is protected !!