শিলচরে মেগা রক্তদান শিবি অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : সংস্থার প্রতিষ্ঠা দিবস সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করল অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ। বুধবার শিলচর জৈন ভবনে আয়োজিত শিবিরে পরিষদের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন ও পরিষদের প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে মূলত এই বিশাল শিবিরের আয়োজন করা হয়েছে। বিশ্বের ৫১টি দেশ সহ ভারতবর্ষে তিন শতাধিকের বেশি রক্তদান শিবিরের আয়োজন করেছে পরিষদ। এরমধ্যে পরিষদের শিলচর শাখার তরফে আসাম বিশ্ববিদ্যালয়,
এনআইটি শিলচর ও জৈন ভবনে আয়োজিত শিবিরে পরিষদের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

জনসেবার্থে পরিষদ ৪০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈধ, পঙ্কজ কুমার মালু, রাজেন্দ্র বৈধ, সুরেন্দ্র বৈদি সহ অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন l

Spread the News
error: Content is protected !!