জেলেনস্কিকে নিয়ে বৈঠক ট্রাম্পের, কথা পুতিনের সঙ্গেও
১৯ আগস্ট : বেশ কয়েক মাস পরে ফের হোয়াইট হাউসে (White House) গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কূটনৈতিক আলোচনা নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বৈঠকে জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি তাঁর যুদ্ধ নয়, তবে জেলেনস্কিই এই যুদ্ধ এখনই শেষ করতে পারেন।
বৈঠক চলাকালীনই ট্রাম্প (Trump) জানিয়েছেন, সংঘর্ষ রুখতে চেষ্টা জারি রয়েছে। তবে তার জন্য একটা ত্রিপাক্ষিক বৈঠকের প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, আমার মনে হয় তখনই সব কিছু ঠিক হবে, যখন আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠকে বসব।
এরপর জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই যুদ্ধ শেষ হবেই। সকলেই সেটা চান।
তবে বৈঠক চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা বলার বিষয়টি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তাঁর দাবি, পুতিন জানিয়েছেন আগামী দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সেই বৈঠক কবে এবং কোথায় হবে তা এখনও ঠিক করা হয়নি।
বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, খুব ভাল বৈঠক হয়েছে। অপরদিকে ট্রাম্পের দাবি, সম্মিলিত চুক্তির মাধ্যমে এমন ভাবে সংঘর্ষে ইতি টানা হবে যে, অদূর ভবিষ্যতে এনিয়ে যাতে আর কোনও সমস্যা না থাকে।