হাইলাকান্দিতে শান্তিপূর্ণ ঈদুল ফিতর পালনের লক্ষ্যে সভা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি এল্ডাড ফাইরিম-এর  পৌরোহিত্যে সভায় ঈদের নামাজের স্থানগুলিতে ভিড় সামাল দিতে আয়োজনকারী কর্তৃপক্ষ গুলিকে ভলেন্টিয়ার নিয়োগ করার আবেদন জানানো হয়। পাশাপাশি সমবেত ভাবে ঈদের নামাজ আদায় করার স্থানের মাইকে ভিড় সামাল এবং গাড়ি বাইক ইত্যাদি যানবাহন সুশৃংখলভাবে পার্কিং করতে ঘোষণা দেবার আবেদন জানানো হয়।

আলোচনায় অংশ নিয়ে ডিএসপি নয়নমণি সিংহ জানান, জেলার থানা গুলিতে খুব শীঘ্রই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে জেলার সব নামাজ আদায়কারী কর্তৃপক্ষ গুলিকে পরামর্শ দিতে তিনি আবেদন জানান। সভায় জানানো হয়, জেলার সংবেদনশীল এলাকাগুলি সহ শহরের হাইলাকান্দি শহরের কয়েকটি স্থানে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে ঈদের দিন।   উৎসবের দিন সন্দেহজনক কোনও বস্তু পাওয়া গেলে তার সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ থানা ইত্যাদিতে জানাতে বলা হয়।

হাইলাকান্দিতে শান্তিপূর্ণ ঈদুল ফিতর পালনের লক্ষ্যে সভা

এছাড়া সভায় উৎসবের দিন আনন্দের আতিশয্যে বেপরোয়া বাইক চালনা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে আবেদন জানানো হয়। সভায় জেলার সব সার্কেল অফিসার এবং ঈদগা ও মসজিদ কমিটির কর্মকর্তা সহ এডিসি অমিত পারবোসা ও  জেলা হজ কমিটির কর্মকর্তা আবুল হোসেন মাঝারভূইয়া  অংশ নেন।

হাইলাকান্দিতে শান্তিপূর্ণ ঈদুল ফিতর পালনের লক্ষ্যে সভা
Spread the News
error: Content is protected !!