হাইলাকান্দিতে বিশ্ব গ্রন্থাগার দিবসে আলোচনা সভা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : হাইলাকান্দি জেলা গ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার গ্রন্থাগারের জনক পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথন এর জন্ম দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা গ্রন্থাগারের সভাকক্ষে জ্ঞান আহরণে বই পড়ার গুরুত্ব নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দিয়ে লেখক সুশান্ত মোহন চ্যাটার্জি বলেন, সভ্যতার উন্মেষ বই থেকে। যে জাতির কাছে যত উন্নত বই রয়েছে সেই জাতি তত উন্নত।

অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী মলাটে বাঁধানো বই পড়ার আনন্দ উপভোগ করার আবেদন জানিয়ে বলেন, ইলেকট্রনিক গেজেটে ইন্টারনেটের মাধ্যমে বই পড়লে ইলেকট্রনিক গেজেট থেকে  বিকিরণ করা আলোকরশ্মি মানব দেহের মেলাটোনিরন নামক হরমোন নির্গত হতে বাধা দেয়। ফলে দীর্ঘ সময় ইলেকট্রনিক গেজেট এর  মাধ্যমে বই পড়লে মানব মস্তিষ্কের বিশ্রাম ব্যাঘাতপ্রাপ্ত হয়। তাই যতটা সম্ভব কাগজের বই পড়ার অভ্যাস জারি রাখার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে চিত্রশিল্পী দীপক চক্রবর্তী কচিকাচাদেরকে বই পড়ানোর অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের প্রতি যত্নশীল হবার আবেদন জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণে বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী বই পড়ার আনন্দের টুকিটাকি ভাগ করে  গ্রন্থাগার থেকে বইয়ের সদ্ব্যবহারের ওপর জোর দেন। ধন্যবাদ জানান জেলা গ্রন্থাগারের কর্মকর্তা দীপ মোহন্ত।

Spread the News
error: Content is protected !!