হাইলাকান্দিতে দেশভক্তি দিবসে আলোচনা সভা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : হাইলাকান্দিতে সোমবার দেশভক্তি দিবস পালন করা হয়। দেশভক্ত তরুণরাম ফুকনের প্রয়াণ দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে দেশভক্তের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈন-এর পৌরোহিত্যে সভায় জেলার প্রবীণ নাগরিক, সরকারি আধিকারিক, কর্মচারী ও ছাত্র ছাত্রীরা অংশ নেন। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া দেশের জন্য দেশভক্তের  কারাবরন করার ঘঠনা‌ উল্লেখ করে দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করার জন্য মানসিকতা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন। আলগাপুরের এএল চৌধুরী কলেজের প্রবক্তা ড. বাহার উদ্দিন লস্কর দেশভক্তকে একজন সমাজ  সংস্কারক এবং মহিলা ক্ষমতা প্রদানকারি স্বাধীনতা সংগ্রামী বলে বর্ণনা করেন।

কাটলিছড়া এসকে রায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপককান্তি আইচ কারাবরনের সময়ও শিলচর জেলে বসে স্তূতিমালা নামক কাব্যগ্রন্থ রচনা করার কথা উল্লেখ করে বলেন, জেলে থেকেও দেশ ভক্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে গেছেন।বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রাক্তন কর্মকর্তা নীতিশ ভট্টাচার্য বলেন, দেশভক্তের আমন্ত্রণে আসামে আসেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সভাপতির ভাষণে জেলা আয়ুক্ত অভিষেক জৈন দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে সমাজের সব কাজ করার আহ্বান জানান।

শুরুতে স্বাগত ভাষণে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী সমাজের সব শ্রেণীর নাগরিকদের মধ্যে দেশ ভক্তির বাতাবরণ সুদৃঢ় করতে ২০২১ সাল‌ থেকে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রয়ান দিবসটি দেশ ভক্তি দিবস হিসেবে পালন করা শুরু হয়েছে। আলোচনা সভাটি পরিচালনা ও  এতে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী। এরও আগে দেশ ভক্তের  প্রতিকৃতিতে মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Spread the News
error: Content is protected !!